রাজশাহী: রাজশাহীর মোহনপুরে পণ্যবাহী পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার সোহরাব হোসেন ও ক্যামেরাপারসন তারেক মাহমুদ রাসেল।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (০৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মোহনপুর উপজেলার মৌগাছি বাজারের সামনে এ ঘটনা ঘটে।
যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান বাংলানিউজকে জানান, অফিসের অ্যাসাইনমেন্টে মোহনপুরে যাচ্ছিলেন তারা। মৌগাছির বিদিরপুর বাজারে যুবলীগ নেতা হাফিজের নেতৃত্বে কয়েকজন পণ্যবাহী পরিবহন থেকে চাঁদা আদায় করছিলেন। তারা ছবি তুলতে গেলে ওই যুবলীগ নেতার নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা যমুনা টেলিভিশনের গাড়িটি ভাঙচুর করে।
এ সময় মোহনপুর থানার কয়েকজন পুলিশ সদস্যও সেখানে উপস্থিত ছিলেন বলে তিনি জানান।
আহত সোহরাব হোসেন জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।
তিনি বলেন, কারা এ ঘটনায় জড়িত তা চিহ্নিত করা গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ জানান, যমুনা টেলিভিশন কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এ ঘটনায় মামলা হবে।
এদিকে, হামলার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতারা।
ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ এক বিবৃতিতে আগামী ২৮ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। না হলে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসএস/আরএইচএস/এএসআর