ফেনী: ফেনী মডেল থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা পৃথক অভিযান চালিয়ে যুবদল ক্যাডারসহ দুইজনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে পিস্তল, এলজি, তিন রাউন্ড গুলি ও কার্তুজসহ পাওয়া গেছে।
রোববার (৮ নভেম্বর) ভোরে এ দু’টি অভিযান চালানো হয়।
ডিবির একটি সূত্র জানায়, ভোরে ফেনী সদর উপজেলার ইলাশপুর থেকে যুবদল ক্যাডার মানিক ওরফে বোমা মানিককে (২৮) গ্রেফতার করে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অপরদিকে, একই সময় শহরের তুলাবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে অরূপ চন্দ্র দাশ (২২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করে ফেনী মডেল থানা পুলিশ। এসময় পুলিশ তার কাছ থেকে একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বাংলানিউজকে জানান, এ দু’টি ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসআই