ঝালকাঠি: ঝালকাঠিতে অটোরিকশা চাপায় গোলাম রাব্বি শুভ (১৪) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুভ সদর উপজেলার নৈকাঠি গ্রামের সুমন হাওলাদারের ছেলে। সে চাচৈর মাদ্রাসার ছাত্র।
ঝালকাঠি সদর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম তালুকদার বাংলানিউজকে জানান, দুপুরে নথুল্লাবাদ এলাকায় রাস্তা পার হচ্ছিল শুভ। এসময় ব্যাটারি চালিত একটি অটোরিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা শুভকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসআই