কক্সবাজার: কক্সবাজারের ৩টি উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে একক প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
শুক্রবার বিকেল ৪টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্র জানায়, মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফের ১৯টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। মনোনীত চূড়ান্ত প্রার্থীরা হলেন, মহেশখালীর কালারমারছড়ায় সেলিম চৌধুরী, হোয়ানকে মোস্তাফা কামাল, ধলঘাটায় কামরুল হাসান, মাতারবাড়িতে এনামুল হক রুহুল, বড় মহেশখালীতে শরীফ বাদশা, ছোট মহেশখালীতে জিহাদ বিন আলী এবং কুতুবজুমে মোশাররফ হোসেন খোকন।
কুতুবদিয়ার বড়ঘোপে এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, উত্তর ধুরুংয়ে ইয়াহিয়া কুতুবী, দক্ষিণ ধুরুংয়ে আরিফ মোশারফ, আলী আকবর ডেইলে মো. নুরুচ্ছফা বিকম, কৈয়ারবিলে আজমগীর মাতাব্বর ও লেমশীখালিতে সৈয়দ আহমদ কুতুবীকে মনোনীত করা হয়েছে।
এছাড়া টেকনাফ সদরে নুরুল আলম, সাবরাংয়ে সোনা আলী, বাহারছড়ায় মৌলভী আজিজ উদ্দিন, হোয়াইক্যংয়ে ফরিদুল ইসলাম, হ্নীলায় এসকে আনোয়ার ও সেন্টমার্টিনে মুজিবুর রহমানকে একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বাংলানিউজকে জানান, চূড়ান্ত প্রার্থী কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। প্রতীক বরাদ্দের জন্য কাগজপত্র জেলা আওয়ামী লীগ থেকে কেন্দ্রে পাঠানো হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা বাংলানিউজকে জানান, দলীয় স্নায়ুযুদ্ধ শেষ। এবার কক্সবাজার জেলার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি একজোট হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করবে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
টিটি/আইএসএ/টিসি