ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে থ্রি-হুইলার উল্টে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
গোপালগঞ্জে থ্রি-হুইলার উল্টে নিহত ১

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার হাটবাড়িয়া এলাকায় থ্রি-হুইলার উল্টে আলতাফ সরদার (৬০) নামে এক ব্যক্তি নিহত ও অপর ৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বৌলতলী-হাটবাড়িয়া গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।



আলতাফ সরদার মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদারীপুরের শিবচর থেকে যাত্রীকবাহী একটি থ্রি-হুইলার গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় গ্রামে যাচ্ছিলেন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে আলতাফ সরদার ঘটনাস্থলেই মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
পিসি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।