ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাচোলে পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
নাচোলে পলাতক আসামি গ্রেফতার ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আব্দুর রহমান মালেক (৪০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  
 
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কসবা ইউনিয়নের গোলাবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।


 
আব্দুর রহমান কসবা ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের বাসিন্দা।
 
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছিরুদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে গোলাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়।  
 
আব্দুর রহমান একটি মামলায় আদালত থেকে এক বছরের দণ্ডাদেশ পান। এর পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।