ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ডেইরি, মৎস্য ও পোষা প্রাণী মেলা

খামারের তাপনিয়ন্ত্রণে আনোয়ার সিমেন্ট শিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
খামারের তাপনিয়ন্ত্রণে আনোয়ার সিমেন্ট শিট ছবি: আনোয়ার হোসেন রানা/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পোল্ট্রি, হ্যাচারি ও ডেইরি খামারের ঘরের চালে আনোয়ার সিমেন্ট শিট ব্যবহারে পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তারা বলছেন, এই শিট ব্যবহারে সব মৌসুমেই খামারের চালের তাপ নিয়ন্ত্রিত থাকে।

  এতে খুব সহজেই তাপের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন খামারিরা। এছাড়া বাসা বাড়ির ঘরের চালেও এই শিট ব্যবহার করা যায়।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষা প্রাণী মেলায় আনোয়ার সিমেন্ট শিটের স্টলে গিয়ে এমনটাই জানা গেল।

স্টলের কর্মকর্তারা বলছেন, আনোয়ার গ্রুপের আনোয়ার সিমেন্ট শিট লিমিটেড এই সিমেন্ট শিট উৎপাদন করে বাজারজাত করছে। আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই শিট অনেক বেশি টেকসই ও মজবুত।

‘ফলে এর স্থায়িত্ব অনেক বেশি। সবশ্রেণীর গ্রাহকেরা তাদের ঘরের চালে এটি ব্যবহার করতে পারেন,’ বলেন আনোয়ার সিমেন্ট শিট লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) কাঞ্চন সাহা।

তিনি জানান, সাধারণ ঢেউটিনের চেয়ে এটি ‍অনেক বেশি টেকসই। তাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও ঘর, খামার তৈরিতে ব্যবহার হচ্ছে এই শিট। তাছাড়া দামেও সাশ্রয়ী।

মেলা প্রাঙ্গণে প্রবেশের মূল দরজা দিয়ে এগালেই চোখে আনোয়ার সিমেন্ট শিটের স্টল। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা খামারিরা ওই স্টলে ভিড় করে শিট সম্পর্কে জেনে নিতে দেখা গেছে।

স্টলের এক পাশে গরুর, অন্যপাশে মুরগির খামারের ছোট একটি ঘরের প্রদর্শনী রয়েছে। আর এ সম্পর্কে নানা ধরনের তথ্য সরবরাহ করছেন দর্শনার্থীদের স্টলের তরুণ কর্মীরা।

আনোয়ার সিমেন্ট শিটের সিনিয়র এক্সিকিউটিভ কাজী রেজাউল করিম বাংলানিউজকে বলেন, আনোয়ার সিমেন্ট শিট তাপ প্রতিহত করে শেডের ভেতর তাপ নিয়ন্ত্রণ করে। ফলে ডেইরি ও গরু মোটাতাজাকরণ শেডে গ্যাস উৎপাদন হতে দেয় না।

‘এছাড়া গবাদি পশুর শ্বাস জনিত রোগ ব্যাধিও নিয়ন্ত্রিত থাকে। এ কারণে খামারের খরচ নিয়ন্ত্রণে রেখে উৎপাদন বাড়ানো যায়। ’

তিনি জানান, সিমেন্ট শিটের ওপরের তিন স্তর তাপ প্রতিফলন করে গরমে শেড ঠাণ্ডা রাখে। শীতকালেও সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে।

‘এতে পোল্ট্রি খামারে হিট স্ট্রেসে মৃত্যুহার কমে, ঠাণ্ডা জনিত রোগে মৃত্যুহার কমে, ৫০ শতাংশ পর্যন্ত ওষুধ খরচ কমে যায়। এছাড়া বৃষ্টির শব্দও সমস্যা সৃষ্টি করে না। ফলে ডিম উৎপাদন ও স্বাস্থ্যহানী ঘটে না। ’

স্টলের কর্মীরা জানান, সিমেন্ট শিটে জং বা মরিচা ধরে না, আগুনে পুড়ে না, শীতের সময় ঠাণ্ডায় বা কুয়াশায় ঘরের ভেতরে চাল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে না, সমুদ্র উপকূলবর্তী বা লবনাণা আবহাওয়ায় সিমেন্ট শিটের কোনো ক্ষতিও হয় না।

দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে সাতক্ষীরা ও খুলনায় শতকরা ৯০ শতাংশ ঘর আনোয়ার সিমেন্ট শিট দিয়ে তৈরি বলে জানান কর্মীরা।
 
সংশ্রিষ্ট সূত্র বলছে, ২০১৪ সাল থেকে সিমেন্ট শিট উৎপাদন করছে আনোয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আনোয়ার সিমেন্ট শিট লিমিটেড। যা এরইমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

তৃতীয়বারের মতো এ মেলার আয়োজন করেছে অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)।

৩ দিনব্যাপী এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত, প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে সেমিনার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে মেলা।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
একে/এমএ

** এসকেএফ’র বিনামূল্যে মাছ চাষ বিষয়ে পরামর্শ মোবাইলে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।