ঢাকা: উন্মোচিত হলো ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সংবাদভিত্তিক নতুন টেলিভিশন চ্যানেল ‘নিউজ টোয়েন্টিফোর’র লোগো। মুক্তিযুদ্ধের পক্ষে এবং পজেটিভ বাংলাদেশের পক্ষে কাজ করবে চ্যানেলটি।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) রাজদর্শন হলে আনুষ্ঠানিকভাবে চ্যানেলটির লোগো উন্মোচন করা হয়।
অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থেকে লোগো উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান, দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সরকারের সহযোগিতায় আরও দুটি চ্যানেল নিয়ে আসার ঘোষণা দিয়ে এ বিষয়ে তথ্যমন্ত্রীর সহায়তা কামনা করেন। এর একটি হবে অনুষ্ঠান নির্ভর ও অন্যটি খেলা ও শিক্ষা বিষয়ক।
নিউজ টোয়েন্টিফোরের লোগো উন্মোচনের মধ্য দিয়ে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ টেলিভিশন মিডিয়ার জগতে পা ফেললো।
নতুন এই যাত্রায় ‘বিশ্বজুড়ে বাংলাদেশ এক নতুন উচ্চতায়/পজিটিভ বাংলাদেশের কথাই বলবো আমরা’, ‘সবার আগে সর্বশেষ খবর নিয়ে ২৪ ঘণ্টা আপনার পাশে’, ‘নিরপেক্ষতা বলতে কিছু নেই/আমরা জনগণের পক্ষে’, ‘সমস্যা...সম্ভাবনা...স্বপ্ন...এবং আপনার কথা বলবে নিউজ টোয়েন্টিফোর’ ইত্যাদি অঙ্গীকার দিচ্ছে নতুন এ টিভি চ্যানেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭ বছরে দেশে অনেক টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছেন। তিনি অনেক এফএম ও কমিউনিটি রেডিওর লাইসেন্স দিয়েছেন। শত শত পত্রিকার অনুমোদন দিয়েছেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার যে গণতন্ত্রের চর্চা করছে তার প্রমাণ হলো সরকার গণমাধ্যমের সামনেই তার শাসন ব্যবস্থা পরিচালনা করছে।
তিনি বলেন, বর্তমানে যখন এই নতুন টিভি চ্যানেলের লোগো উন্মোচন হচ্ছে, তখন সারা বিশ্বে তিনটি বিষয়ে আলোচনা হচ্ছে। এর একটি হলো জলবায়ু পরিবর্তন, দ্বিতীয়টি তথ্য প্রযুক্তি ও শেষটি হলো জঙ্গিবাদ। যুক্তরাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা থেকে ইউরোপ বা এশিয়া থেকে অস্ট্রেলিয়া সবখানেই এই আলোচনা। আমাদের প্রধনমন্ত্রী শেখ হাসিনা থেকে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, সবার মুখেই এই আলোচনা।
মন্ত্রী বলেন, আপনারা যখন নতুন টিভির লোগো উন্মোচন করছেন তখন সরকার তিনটি বিষয়ে মনোনিবেশ করেছে। আমরা জঙ্গি দমন, নিজের শক্তিতে পথ চলা ও বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি। এই চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে। আপনারা এগিয়ে না এলে জঙ্গিমুক্ত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।
তিনি বলেন, আপনারা যদি সরকারের এই ধ্বনির সাথে একমত হতে পারেন তবে নিউজ টোয়েন্টিফোর হবে বিশ্বের অন্যতম সম্প্রচার মাধ্যম।
ইনু বলেন, আমরা অপরাধীদের আইনের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছি। এটা নোংরা কাজ। তবে দেশের ভবিষ্যত উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য এর কোনো বিকল্প নেই।
তথ্যমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমাদের দাবায়ে রাখতে পারবা না। ’ আর তার মেয়ে বলেছেন, ‘আমরাও পারি। ’ এই আমরাও পারির চ্যালেঞ্জ আমরা জিততে শুরু করেছি নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরির মাধ্যমে।
অনুষ্ঠানে নিউজ টোয়েন্টিফোর ও বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লোগো উন্মোচন শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী, ফকির শাহাবুদ্দীন ও এসআই টুটুলসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
আরএম/এজেড/এইচএ/এমজেএফ