ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীবরদীতে আবারো বাঘ আতংক, বন বিভাগের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
শ্রীবরদীতে আবারো বাঘ আতংক, বন বিভাগের অভিযান

শেরপুর: শেরপুরের শ্রীবরদী পৌর শহরে চিতা বাঘের থাবায় পৌর মেয়র আবু সাইদ গুরুতর আহত হওয়ার ঘটনার পর এবার উপজেলার বালুরচর গ্রামে বাঘ আতংক দেখা দিয়েছে।

খবর পেয়ে বন বিভাগের লোকজন ওই এলাকার একটি ভুট্টা ক্ষেতে বাঘ আটকের জন্য নিষ্ফল অভিযান চালিয়েছে।



শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের বালুর চর এলাকায় একটি ভুট্টা ক্ষেতে এ অভিযান পরিচালিত হয়। তবে বাঘের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এলাকাবাসী ও বন বিভাগ সূত্র জানান, সম্প্রতি এক চিতা বাঘের আক্রমণে পৌর মেয়র আবু সাইদ গুরুতর আহত হন। এ ঘটনার পর থেকেই এলাকায় বিরাজ করছে বাঘ আতংক। ক’দিন থেকে উপজেলার বালুচর গ্রামের মফিজ মিয়ার বাড়ির পাশের সাড়ে ৬ একর জমি জুড়ে ভুট্টার ক্ষেতে বাঘের বিচরণ দেখেছে এলাকাবাসী।

এ সংবাদ পেয়ে আশপাশে শত শত লোকজন ভিড় জমায় ওই ভুট্টার ক্ষেতের আশ-পাশে। এ খবর পেয়ে বাঘটিকে অচেতন করে জীবিত ধরতে শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ডা. এম পারভেজ রহিমের উদ্যোগে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে একটি টিম শেরপুরের শ্রীবরদীতে আসে। এ টিমের নেতৃত্ব দেন প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সাইদ।

তিনি স্থানীয় লোকজন, প্রশাসনের লোকজন নিয়ে ওই ভুট্টার ক্ষেতে অভিযান চালানো হয়। দুপুর ১২ থেকে প্রায় চার ঘণ্টা ব্যাপী এ অভিযানে বাঘের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে এখানে বাঘ এসেছিল বলেও তারা ধারণা করছেন। কিন্তু বাঘ এখান থেকে অন্যত্র চলে গেছে এমনটাই ধারণা করছেন বন বিভাগের লোকজন। বাঘ আটকের এ অভিযান দেখতে সকাল থেকেই ভিড় জমায় এলাকার হাজার-হাজার উৎসুক জনতা।

গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সাইদ অভিযানের সততা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন,  বর্তমানে এখানে বাঘের অবস্থান পাওয়া যায়নি। তবে এখানে বাঘ এসেছিল, এখান  থেকে অন্যত্র চলে গেছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।