ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে পিকনিকের বাস খাদে পড়ে আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
নড়াইলে পিকনিকের বাস খাদে পড়ে আহত ২৫

নড়াইল: নড়াইলের লোহাগড়া স্বপ্নবিথি পার্কে আসা শিক্ষা সফরের একটি বাস মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে শিশু ও নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

স্থানীয় লোকজন, লোহাগড়া থানা পুলিশ ও নড়াইল জেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন।



এদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার আইডিয়াল কিন্ডার গার্ডেন স্কুলের বার্ষিক শিক্ষা সফর উপলক্ষে ওই স্কুলের শিক্ষক, অভিভাবকসহ ৭০ জন শিক্ষার্থী একটি বাসে (ঢাকা-চ-৪০৩৭) করে নড়াইলের লোহাগড়া উপজেলার স্বপ্নবিথি পার্কে আসেন।

সফর শেষে বিকেলে ফিরে যাওয়ার সময় বাসটি যশোর-কালনা মূল সড়কে ওঠার সময় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে পার্শ্ববর্তী জিয়া খালে পড়ে যায়। এসময় শিশু ও নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হন।

আহতদের মধ্যে, বাসুদেব, সেলিনা, মৃদুলা, নাবিয়া, আলিফ, সামিয়া, সাদিয়া, প্রত্যাশা, এ্যানি, যুথি, প্রনব মুখার্জি, ফাহমিদা, সোহাগ শেখ, হাজেরা, সুমি, আদরী, ছবি আক্তার, লোপা, কেয়ার নাম জানা গেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।