খাগড়াছড়ি: রাঙ্গামাটির সাজেকে জিপ উল্টে আপ্রু মারমা নামে চালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে চম্পাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। তাদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেলে সাজেক থেকে ফেরার পথে চম্পাতলী এলাকায় পাহাড় থেকে নামার সময় পর্যটকবাহী একটি জিপ নিয়ন্ত্রণ হারায়। জিপটি রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার এসব তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এমজেড