ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক হামলায় জড়িতদের বিচার দাবি

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
সাংবাদিক হামলায় জড়িতদের বিচার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দুই সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের বিচার দাবিতে করেছেন সাংবাদিকরা।
 
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।



প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনের সভাপতির বক্তব্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাংবাদিক কাজী মোবারক হোসেন এবং ইমরান আহমেদ অপুর ওপর বর্বরোচিত হামলার নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
 
মানববন্ধনে জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ আরও অনেকে বক্তব্য দেন।
 
এদিকে বুধবার এ ঘটনায় ইমরান বিশ্বাসকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্ত‍ৃপক্ষ। ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।