ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
নারায়ণগঞ্জে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে কাউসার নামে এক যুবক।

এ সময় ঘটনাস্থল থেকে কাউসারকে রক্তমাখা একটি বটিসহ আটক করেছে পুলিশ।



শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- লাভলী আক্তার (২৫) ও তার মা রাশিদা বেগম (৪০)।

জানা গেছে, মোহাম্মদ কাউসার (৩০) ও তার স্ত্রী লাভলী আক্তার কাঁচপুরে একটি গার্মেন্ট কারখানার শ্রমিক। তারা কাঁচপুর উত্তরপাড়া এলাকায় খায়রুল বাশার নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন। তাদের সঙ্গে শাশুড়ি রাশিদা বেগমও থাকতেন। কয়েকদিন ধরে লাভলী ও কাউসারের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

এর জের ধরে শুক্রবার রাতে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাত ৯টার দিকে লাভলী ও তার মাকে কুপিয়ে হত্যা করে কাউসার। ঘটনার পর পালানোর সময় স্থানীয়রা কাউসারকে আটক করে। খবর পেয়ে রাত সাড়ে ৯টায় পুলিশ ঘটনাস্থলে এসে দু’জনের মৃতদেহ উদ্ধার ও কাউসারকে আটক করে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান জানান, কাউসারকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।