ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
মেহেরপুরে পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেফতার

মেহেরপুরে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিনগত রাত থেকে বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মেহেরপুর: মেহেরপুরে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দিনগত রাত থেকে বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে জিআর মামলায় নয়জন ও সিআর মামলায়  একজন আসামি রয়েছে।

পুলিশ সুপার আনিছুর রহমানের নির্দেশে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন ও সদর থানার ওসি সৈয়দ ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) শেখ মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।