ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার প্লাটিনাম জুট মিলের সিবিএ নির্বাচন শুরু

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
খুলনার প্লাটিনাম জুট মিলের সিবিএ নির্বাচন শুরু

শান্তিপূর্ণ পরিবেশে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের প্লাটিনাম জুট মিলের সিবিএ নির্বাচন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে মিল ক্যান্টিনে এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

খুলনা: শান্তিপূর্ণ পরিবেশে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের প্লাটিনাম জুট মিলের সিবিএ নির্বাচন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে মিল ক্যান্টিনে এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

যদিও ভোট শুরু হওয়ার নির্ধারিত সময় ছিলো সকাল ৯টা থেকে। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে তিনটি প্যানেলসহ ২৫টি পদে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, এ নির্বাচনে ভোটার সংখ্যা ৩ হাজার ৫০১ জন। নির্বাচনে তিনটি  প্যানেলের মধ্যে শাহানা-হুমায়ুন (সাইকেল), কাওছার-খলিল (চেয়ার) ও) মোতাহার-সেলিম (ছাতা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে সভাপতি পদে  প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. কাওছার আলী (চেয়ার), সরদার মোতাহার উদ্দিন (ছাতা) ও শাহানা শারমীন (সাইকেল) ।

এছাড়া সাধারণ সম্পাদক পদে খলিলুর রহমান (চেয়ার), মো. সেলিম (ছাতা), হুমায়ুন কবির খাঁন (সাইকেল) ও মো. জাহাঙ্গীর হোসেন (ঘড়ি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
কার্যনির্বাহী ১৩টি পদের বিপরীতে সুতা ও ওয়াইন্ডিং বিভাগের শ্রমিক শের আলী ও মো. নিজাম সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে যাচ্ছেন।
সভাপতি পদের প্রার্থী  শাহানা শারমীন সকাল ৯টা ১২ মিনিটে বাংলানিউজকে বলেন, সকাল ৯টা ১০ মিনিট থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শুরু হয়েছে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রদান করছেন।
 
বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এমআরএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।