পাবনা: পাবনার ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা বাজারে রফিকুল ইসলাম (৪০) নামে এক সার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
রফিকুলের বাড়ি আটঘরিয়া উপজেলার একদন্ত ষাটগাছা গ্রামে। তার বাবার নাম দুলাল।
স্থানীয়রা জানায়, সকালে রফিকুল ইসলাম ধানুয়াঘাটা বাজারে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে আসছিলেন। পথে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কোপায়। এতে তিনি গুরুতর আহত হন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল আমাদের থানার এলাকাভুক্ত নয়। তবুও খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তার আগেই নিহত ব্যক্তির আত্মীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
আরএ