নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নূর নবী (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নূর নবী মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত ইসমাইলের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে রাব্বী বাংলানিউজকে জানান, এক সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে নূর নবীকে আটক করা করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নূর নবীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
বিএসকে/টিআই