বদরগঞ্জ, রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ও চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৯ নভেম্বর) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুস (৪৮) উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর নামাপাড়ার ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি নারী ও শিশু নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত আসামি।
অপরদিকে, ২২ লিটার চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তারা হলেন- রংপুর কোতোয়ালি থানার কেশবপুরের জাকারিয়ার ছেলে কুদরতুল্লাহ (২৬), আনিছুলের ছেলে মঞ্জুরুল ইসলাম (২০), মকবুল হোসেনের ছেলে বাবলা হাসান (২৩) ও উপজেলার গোপালপুর ইউনিয়নের মাস্টারপাড়ার সোবহান আলির ছেলে আমির আলী (৪৫)। এসময় তাদের কাছ থেকে একটি নম্বর বিহীন মোটরসাইকেল জব্ধ করা হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি আব্দুল কুদ্দুস গ্রেফতার করা হয়েছে।
এছাড়া আটক চার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৭ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এসআরআর/আরবি