হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল মিয়া (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় শহরের গোসাইপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র কামরুল ওই এলাকার কামাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ঝলসে যায় কামরুল। দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
বিএসকে/এটি