লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জমি, বসতবাড়ি ও দোকানভিটিসহ (মার্কেট) প্রায় ৫ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগে আপন বড় চাচা সাহাব উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সাবরীনা চৌধুরী।
সাবরীনা চৌধুরী ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএ’র ছাত্রী চন্দ্রগঞ্জের শেখপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে জেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এর আগে প্রতারণার মাধ্যমে সম্পত্তি আত্মসাতের অভিযোগ এনে চাচার বিরুদ্ধে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন সাবরীনা চৌধুরী।
সাবরীনা চৌধুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, তার দাদা মৃত হাজী আলী আহম্মদ মিয়া চন্দ্রগঞ্জ বাজারের সোনালী শপিং কমপ্লেক্স নামে মার্কেট, নিজগ্রামে বসতবাড়ি ও জমিসহ অনন্ত ৩০ কোটি টাকার সম্পত্তি রেখে যান। দাদার ওই সম্পত্তির ওয়ারিশ সূত্রে তার বাবা সালাহ্ উদ্দিন চৌধুরী ৫ কোটি টাকার সম্পত্তির অংশিদার হন। বাবা সালাহ উদ্দিন চৌধুরী ২০১২ সালের ২ মার্চ মারা যাওয়ার পর মা’কে নিয়ে ঢাকায় বসবাস করছেন তিনি। ঢাকায় থাকার সুবাধে তার বাবার পৈত্রিক সূত্রে মালিকীয় সম্পত্তির দেখাশোনা করতেন আপন বড় চাচা সাহাব উদ্দিন চৌধুরী।
সাবরীনা লিখিত বক্তব্যে আরো বলেন, ‘বাবার মৃত্যুর পর তার সম্পত্তির আমি একমাত্র ওয়ারিশ। বিগত ২০১৪ সালে ১৯ জানুয়ারি আমার বড় চাচা সাহাব উদ্দিন চৌধুরী আমাকে তার বাড়িতে ডেকে নেন। এ সময় তিনি কৌশলে আমার কাছ থেকে বেশ কয়েকটি অলিখিত (সাদা) স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন। পরবর্তীতে সাহাব উদ্দিন চৌধুরী ওইসব স্ট্যাম্পের মাধ্যমে আমার প্রায় ৫ কোটি টাকার সম্পত্তি জাল দলিলের মাধ্যমে আত্মসাৎ করেন। ওই দলিলে আমাকে বিবাহিতা এবং আমার স্বামী মারা গেছেন বলে উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সাবরীনা বলেন, আমার এখনও বিয়েই হয়নি এবং আমি এখনো পড়ালেখা করছি। ’
সম্পত্তি আত্মসাতের বিষয়টি জানার পর চলতি বছরের ২৭ অক্টোবর লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাহাব উদ্দিন চৌধুরী ও দলিল লেখক সাইফুর রশিদ চৌধুরীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সাবরীনা। মামলা করার পর থেকে চাচা সাহাব উদ্দিন চৌধুরী বিভিন্নভাবে সাবরীনা ও তার মাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। প্রাণনাশের হুমকির ঘটনায় গত ২ নভেম্বর চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি/নং-৫৮১) করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সাবরীনা চৌধুরীর মা’ সাহেলা আফরীনসহ তার কয়েকজন নিকটাত্মীয়।
অভিযুক্ত সাহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমিও পাল্টা সংবাদ সম্মেলন করবো। ’
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
পিসি/