আশুলিয়া, সাভার: আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় চারজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে তাদের আটক করা হয়।
আটক চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পাবনা জেলার সাথীয়া গ্রামের সিদ্দিকুর রহমান (৫৩), ময়মনসিংহ জেলার ভালুকা থানার বালুছুরী গ্রামের কুদ্দুস (২৪), ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার সৈয়দগ্রামের আবু বক্কর সিদ্দিক (৫০)।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বাংলানিউজকে জানান, ভোরে ডেন্ডাবর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সদস্যরা পালিয়ে গেলেও পুলিশ চারজনকে আটক করে। পরে ঘটনাস্থল থেকে গ্যাস সংযোগ দেওয়ার পাইপসহ বিভিন্ন সরঞ্জামদি জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এজি/টিআই