গোপালগঞ্জ: গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজকে ধূমপানমুক্ত করার লক্ষ্যে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে কলেজ ছাত্রলীগ শাখার উদ্যোগে এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কলেজ ক্যাম্পাস থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাস্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এস এম দ্বীন ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম মুন্না, দফতর সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদ নিউটন মোল্লা, ছাত্রলীগ নেতা শামিউল হক তনু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এজি/টিআই