বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর-রাণীরহাট আঞ্চলিক সড়কের মির্জাপুর নতুনপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় ধানবোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ী জহুরুল ইসলাম প্রামাণিক (৩৮) নিহত হয়েছেন।
এ ঘটনায় আহতরা হলেন-ভটভটির চালক শাহাদৎ হোসেন (৩০) ও আলাল হোসেন (৩২)।
নিহত জহুরুল উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামনগর গ্রামের মৃত হারান প্রামাণিকের ছেলে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বাংলানিউজকে জানান, জহুরুল ও আলাল বিভিন্ন গ্রাম থেকে ধান কিনে ভটভটিযোগে শেরপুর হাটে আসছিলেন। পথে ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভটভটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই ধান ব্যবসায়ীসহ ভটভটির চালক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত জহুরুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এমবিএইচ/আরআইএস/জেডএস