ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে কারেন্টজাল ও জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
চাঁদপুরে কারেন্টজাল ও জাটকা জব্দ

চাঁদপুরের মেঘনার মোহনায় দু’টি লঞ্চ ও একটি ট্রলারে অভিযান চালিয়ে ১৩ হাজার দুইশ’ মিটার অবৈধ কারেন্টজাল ও ১৮০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। 
 

চাঁদপুর: চাঁদপুরের মেঘনার মোহনায় দু’টি লঞ্চ ও একটি ট্রলারে অভিযান চালিয়ে ১৩ হাজার দুইশ’ মিটার অবৈধ কারেন্টজাল ও ১৮০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।  

বুধবার (৯ নভেম্বর) দিনগত রাত ২টা থেকে বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।



জব্দকৃত কারেন্টজাল সকাল ১১টার দিকে জেলা মৎস্য বিভাগে হস্তান্তর করা হয়। আর জাটকাগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সাব. লে. এম. আতাহার আলী বাংলানিউজকে বলেন, মেঘনার মোহনায় এমভি আল্লাহর দান ট্রলার থেকে নয় হাজার মিটার ও যাত্রীবাহী লঞ্চ এমভি জাহিদ-তিন থেকে চার হাজার দুইশ’ মিটার কারেন্টজাল জব্দ করা হয়। এছাড়া এমভি মাহিন রিয়াদ লঞ্চ থেকে জব্দ করা হয় ১৮০ কেজি জাটকা।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।