পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুদ্দীন প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।
এতে সভাপতিত্ব করেন সাব প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. এ এস এম ইকবাল হোসাইন ও সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মো. রাজীব সরকার।
এ সময় বক্তব্য রাখেন- প্রফেসর ড. মো. হারুণ-আর-রশীদ, প্রফেসর আ ক ম মোস্তফা জামান, পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. এ কে এম আবদুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম মাতব্বর, বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক শাহীনুর আজম খান, পবিপ্রবি’র সহযোগী অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন প্রমুখ।
প্রশিক্ষণে পটুয়াখালীর বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তাসহ ২০ জন অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এমএস/এজি/টিআই