ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
কুষ্টিয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়ায় শিক্ষক দম্পতির ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। 

কুষ্টিয়া: কুষ্টিয়ায় শিক্ষক দম্পতির ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।  

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজের মূল ফটকের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

 

কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ মো. বদরুদ্দোজাসহ সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।  

এ সময় শিক্ষক দম্পতির ওপর হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।  

বুধবার (০৯ নভেম্বর) শহরের হাউজিং এলাকায় সদ্য নির্মিত নিজ বাড়ির নিচ তলায় কুষ্টিয়া সরকারি কলেজের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান মো. আলী ইশা ও তার স্ত্রী কুষ্টিয়া এস,এম কলেজের প্রভাষক শামসুননাহারকে কুপিয়ে আহত করে দুবৃর্ত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য মো. আলী ইশাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।