ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা ও সংবাদ সম্মেলন হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক হলরুমে এ সভার আয়োজন করা হয়।
‘সেবার মান বৃদ্ধি করি, সবার প্রত্যাশা পূরণ করি’ এ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অ্যাডভোকেসি সভা ও সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক তারিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
এ সময় বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. এহসানুল করিম, ডা. নাসিমা আক্তার জাহান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলী খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জোবেদ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু প্রমুখ।
সভায় পরিবার পরিকল্পনা, শিশু মৃত্যুর হার কমানো, বাল্যবিয়ে ও জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এজি/এসআই