সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর ডিমলা থেকে অপহরণের তিন মাস পর শাম্মী আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে নীলফামারী আধুনিক হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা করানো হয়।
শাম্মী আক্তার উপজেলার কালীগঞ্জ গ্রামের শহীদুল ইসলামের মেয়ে ও কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, চলতি বছরের ১লা আগস্ট বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শাম্মীকে অপহরণ করে অপহরণকারীরা। এ ঘটনায় তার বাবা শহীদুল সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে শাম্মীর মোবাইল ফোন ট্র্যাকিং করে ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।
আদালতের মাধ্যমে শাম্মীকে তার বাবার কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
বিএসকে/আরএ