কুড়িগ্রাম: কুড়িগ্রাম শহর থেকে অপহৃত ১১ মাস বয়সী শিশু আল আমিনকে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রানী খাতুন (২০) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী বাজার থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এর আগে, বুধবার (০৯ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের মিস্ত্রীপাড়ার ব্যবসায়ী আতাউল করিম স্বপনের বাসা থেকে আল আমিনকে অপহরণ করা হয়।
উদ্ধার হওয়া শিশু আল আমিন ব্যবসায়ী স্বপনের ছেলে ও আটক রানী খাতুন ব্যবসায়ী স্বপনের খালাতো বোন।
পুলিশ জানায়, দুপুরে অপহরণকারীরা সিরাজগঞ্জের কামারখন্দ চৌবাড়ী বাজারে শিশুটিকে ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বাংলানিউজকে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে আতাউল করিম স্বপনের খালাতো বোন রানী খাতুনকে আটক করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
** কুড়িগ্রামে চেতনানাশক স্প্রে করে শিশু অপহরণ
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এজি/পিসি