ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় নসিমন-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
নওগাঁয় নসিমন-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২

নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে নসিমন-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বিশ্বজিৎ (২২) ও জাহাঙ্গীর আলম (৪০) নামে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার রসুলপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

বিশ্বজিৎ উপজেলার রসুলপুর গ্রামের অনাত চন্দ্রের ছেলে ও জাহাঙ্গীর আলম একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে একটি নসিমন কয়েকজন যাত্রী নিয়ে শহরের দিকে যাচ্ছিলো।

রসুলপুর মোড়ে পৌঁছালে একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিশ্বজিৎ ও জাহাঙ্গীর মারা যান।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো বদরুদ্দোজা জানান, মরদেহ দু’টি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
বিএসকে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।