ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে কলেজ শিক্ষক হত্যা মামলায় গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
লালপুরে কলেজ শিক্ষক হত্যা মামলায় গ্রেফতার ৩

নাটোর: নাটোরের লালপুরে মোহরকয়া ডিগ্রি কলেজের শিক্ষক মোশারফ হোসেন (৪০) হত্যা মামলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জানুয়ারি) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এরআগে লালপুর থানায় মামলটি দায়ের করেন নিহত কলেজ শিক্ষকের ভাই মোফাজ্জল হোসেন তুহিন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বাংলানিউজকে জানান, এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন তিন জনকে গ্রেফতার করেছে। তবে মামলার তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাবে না। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর ১টার দিকে লালপুর উপজেলার মোহরকয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক শিক্ষক মোশারফ হোসেন আততীয়ার গুলিতে নিহত হন।
তিনি রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।