ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

জাবিতে সেলিম আল দীন স্মরণে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
জাবিতে সেলিম আল দীন স্মরণে র‌্যালি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে: নাট্যচার্য সেলিম আল দীনের ৯ম প্রয়াণ দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্মরণ যাত্রা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে থেকে শনিবার (১৪ জানুয়ারি) সকালে স্মরণ যাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাছির উদ্দিন ইউসুফ তা‍র সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর থিয়েটার, বঙ্গ থিয়েটারের প্রতিনিধি ও আরো অনেক নাট্যজনরা।

এদিকে সেলিম আল দীনের ৯ম প্রয়াণ দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শিল্পকলা একাডেমি চার দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।