ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

এলপি গ্যাসে রান্না-বান্না করছেন ইজতেমায় আসা মুসল্লিরা

শেখ জাহিদুজ্জামান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এলপি গ্যাসে রান্না-বান্না করছেন ইজতেমায় আসা মুসল্লিরা ইজতেমা মাঠে গ্যাস সিলিন্ডারে রান্না করছেন মুসল্লিরা, ছবি- সমুন

ইজতেমা ময়দান থেকে: লাকড়ির পরিবর্তে এলপি গ্যাসে রান্না-বান্না করছেন টঙ্গীর তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিরা।  এবছর দুই ধাপে দেশের ৩৩টি জেলার মুসল্লিরা বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন।

এলপি গ্যাসের মাধ্যমে পানি গরম থেকে শুরু করে রান্না-বান্নার কাজ সেরে নিচ্ছেন।

শনিবার (১৪ জানুয়ারি) সকালে টঙ্গীর তুরাগপাড়ের ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায়,লাকড়ির বদলে হাজার হাজার মুসল্লি এলপি গ্যাস দিয়ে তাদের নৈমিত্তিক কাজ করছেন।

সাতক্ষীরা জেলার তালা উপজেলা থেকে ইজতেমায় এসেছেন আব্দুর সাত্তার গাইন (৫১)। লাকড়ির পরিবর্তে এলপি গ্যাস ব্যবহার প্রসঙ্গে তিনি বাংলানিউজকে বলেন, তিনি  চলতি বছরসহ ৮বার ইজতেমায় অংশ নিচ্ছেন। বিগত বছরগুলোতে লাকড়ি নিয়ে এসে ইজতেমায় অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। কুয়াশা ও ঠান্ডায় লাকড়ি নরম হয়ে যায়। ফলে লাকড়িতে আগুন ধরানো যায়ন।

তিনি আরো বলেন, সাতক্ষীরা থেকে বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডার কিনে ইজতেমায় এসেছেন। এছাড়া এলপি গ্যাসে সুবিধা অনেক। কেননা যতো কুয়াশা আর ঠান্ডা পড়ুক না কেন এতে রান্না করতে ইজতেমার মাঠে কোনো সমস্যা হচ্ছে না। আর দ্রুত রান্নাও করা যায় যোগ করেন এই মুসল্লি।

গোপালগঞ্জ থেকে ইজতেমায় আসা মকবুল হক বলেন, এবার বিভিন্ন বিষয় মাথায় রেখে আমাদের ইজতেমায় আসতে হয়েছে। গতবছর লাকড়ি নিয়ে এসে আমাদের না খেয়েও দিন কাটাতে হয়েছে। কেননা প্রচন্ড শীত ও কুয়াশায় আমাদের লাকড়ি ভিজে গিয়েছিলো। ফলে আমাদের খেয়ে না খেয়ে ইজতেমা শেষ করে ফিরতে হয়েছিলো। তাই গতবারের মতো ভুল না করে এবার এলপি গ্যাস নিয়ে এসেছি। এতে যেমন রান্না করতে সময়ও কম লাগে তেমনিভাবে আবার ঝুঁকিও কম।

এবার ইজতেমার প্রথম দফা ১৩ থেকে ১৫ জানুয়ারি আর দ্বিতীয় দফা শুরু হবে ২০ থেকে ২২ জানুয়ারি। এছাড়া ইজতেমায় রয়েছে পাঁচ স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সব আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারীও রয়েছে ইজতেমা ময়দানে।

উল্লেখ্য,গত বছর ইজতেমা উপলক্ষে ১৩১টি দেশ থেকে বিদেশি অতিথিরা এসেছিলেন। এবারও অন্যান্য বছরের মতো বিদেশি মুসল্লিরা অংশ নিচ্ছেন।
প্রথম ধাপে ইজতেমায় অংশ নিচ্ছেন, দেশের ১৭টি জেলার মুসল্লিরা। আগামী ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম ধাপ। এরপর ২০ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হবে দ্বিতীয় ধাপ। একইভাবে ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫২তম বিশ্ব ইজতেমা।

প্রথম ধাপে যেসব জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন- ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়ীয়া, মানিকগঞ্জ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাজীপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, গোপালগঞ্জ, শরীয়তপুর, সাতক্ষীরা ও যশোর।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এসজে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।