পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক জয়শঙ্করকে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের পররাষ্ট্রসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভারত সফরসূচি এবং ওই সফরের আলোচনার বিষয়বস্তু নিয়ে প্রাথমিক আলোচনা করবেন।
জয়শঙ্কর বিকেল পাঁচটার দিকে সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এরপর সন্ধ্যায় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন জয়শঙ্কর। শুক্রবার সকালে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সফরসূচির খসড়া দিনক্ষণ এবং ওই সফরের সময় চুক্তির বিষয়গুলো প্রাথমিকভাবে আলোচনা হবে।
এবার দিল্লি সফরের সময় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অতিথি হিসেবে শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে থাকবেন বলে জানা গেছে।
প্রথমবারের মতো বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীকে এ সম্মান জানানো হচ্ছে। দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তার সহযোগিতা নিয়ে রূপরেখা চুক্তি করার বিষয়ে আলোচনা হবে। এ নিয়ে এক সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
কেজেড/এসএইচ