ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ১৬ মণ জাটকাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
শরীয়তপুরে ১৬ মণ জাটকাসহ আটক ৩ শরীয়তপুরে ১৬ মণ জাটকাসহ আটক ৩

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ১৬ মণ জাটকাসহ তিন জনকে আটক করেছে উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- দুলারচর গ্রামের মজিবর খান, সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মাসুদ বেপারী ও বরগুনা জেলার পাথরঘাটার হাতিমপুর গ্রামের মিরু মিয়া।

ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগ্যান বাংলানিউজকে জানান, সকালে কাঁচিকাটা ইউনিয়নের দূলারচর পদ্মা নদীতে এবং উপজেলার আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে ১৬ মণ জাটকাসহ এই তিন জনকে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল আহমেদ তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া জব্দকরা জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।