আটক তিনজন হলেন- দুলারচর গ্রামের মজিবর খান, সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মাসুদ বেপারী ও বরগুনা জেলার পাথরঘাটার হাতিমপুর গ্রামের মিরু মিয়া।
ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগ্যান বাংলানিউজকে জানান, সকালে কাঁচিকাটা ইউনিয়নের দূলারচর পদ্মা নদীতে এবং উপজেলার আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে ১৬ মণ জাটকাসহ এই তিন জনকে আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল আহমেদ তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া জব্দকরা জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজি/আরআই