বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) কারা অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।
বিনা বিচারে কতজন কারাগারে আছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিনা বিচারে বলা যাবে না, কারণ সবারই বিচার প্রক্রিয়া চলছে।
শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিদের বিচারিক প্রক্রিয়া পরিচালনার জন্য ভিডিও কনফারেন্স পদ্ধতি চালু করা হচ্ছে বলেও জানান তিনি।
ইফতেখার উদ্দীন বলেন, বিষয়টি আইন মন্ত্রণালয় থেকে তদারকি করা হচ্ছে। ঠিক কবে থেকে ভিডিও কনফারেন্স পদ্ধতি চালু হবে সেটা আইন মন্ত্রণালয় জানে। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
পিএম/আরআর/টিআই