বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাঘাছড়া বন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুন্দর মিয়া ওই এলাকার বুদাই মিয়ার ছেলে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, বুধবার বিকেল থেকে সুন্দর মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে বাঘাছড়া বনের ভেতরে তার ক্ষত বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন তার ভাই। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। গাছ চোরেরা কুঠার ও দা দিয়ে তাকে হত্যা করে থাকতে পারে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আরএ