ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে এএসআইকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
পিরোজপুরে এএসআইকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার ২ পিরোজপুরে এএসআইকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার ২

পিরোজপুর: পিরোজপুরে জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মঈনুদ্দিনকে কুপিয়ে জখমের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন-পৌর শহরের মাছিমপুর এলাকার মৃত আমজাদ হোসেন হাওলাদারের ছেলে আরিফুল ইসলাম বাবু ওরফে রাঙা সোহেল (৩২) ও ধুপপাশা এলাকার আলম মোল্লার ছেলে ছাব্বির হোসেন রাজন মোল্লা (২৫)।

 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাইনুল হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম ডুমুরিতলা এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী ছাব্বির হোসেন রাজন মোল্লাকে ডিবি পুলিশের এএসআই মঈনুদ্দিন ঝাপটে ধরে। তখন আরিফুল ইসলাম বাবু ওরফে রাঙা সোহেল ধারালো দা দিয়ে মঈনুদ্দিনকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় রাতে ডিবির এসআই নূরুল আমিন সিকদার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় পাঁচ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, পুলিশের ওপর হামলার অভিযোগে থানায় মামলা দায়ের করার পর দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।