বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানান।
আটক তিনজন হলেন- ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ উত্তরপাড়া এলাকার কামরুজ্জামান (৫৫), একই এলাকায় মৃত হাছেন আলীর ছেলে আক্কাছ আলী (২৪) ও কিশোরগঞ্জের কাতিয়ারচর এলাকার নজরুল ইসলামের ছেলে পারভেজ হাসান (২৮)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ৬০০ পিস ইয়াবা, ২৬ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৮৬ হাজার টাকাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজি