ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
ভৈরবে ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক বিক্রেতা আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৬ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানান।

আটক তিনজন হলেন- ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ উত্তরপাড়া এলাকার কামরুজ্জামান (৫৫), একই এলাকায় মৃত হাছেন আলীর ছেলে আক্কাছ আলী (২৪) ও কিশোরগঞ্জের কাতিয়ারচর এলাকার নজরুল ইসলামের ছেলে পারভেজ হাসান (২৮)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ৬০০ পিস ইয়াবা, ২৬ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৮৬ হাজার টাকাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।