ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ৪ মাদক বিক্রেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
কিশোরগঞ্জে ৪ মাদক বিক্রেতা কারাগারে

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ আটক চার মাদক বিক্রেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে হাজির করলে বিচারক তাদের নীলফামারী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন- আনিছুল ইসলাম (৩৫) ইলিয়াছ আলী (৩৮) শাহজালাল ওরফে সুন্দর (৩২) ও আব্দুল হান্নান (৩৭)।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ বাংলানিউজকে জানান, দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাগুড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক বিক্রেতাকে আটক করা হয়।

পরে দুপুরে তাদের আদালতে হাজির করলে বিচারক চার মাদক বিক্রেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।