ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে তথ্য মন্ত্রণালয়ের ভিডিও কনফারেন্স

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
টাঙ্গাইলে তথ্য মন্ত্রণালয়ের ভিডিও কনফারেন্স

টাঙ্গাইল: রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বাস্তবায়ন ও সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রমের বিষয়ে খোঁজ খবর নিতে টাঙ্গাইল জেলার প্রশাসনিক কর্মকর্তা ও সরকারি ভাতা সুবিধাপ্রাপ্ত জনগণের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তথ্য মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মঞ্জুরুর রহমান ও উপ-সচিব মুশতাক জহির।

টাঙ্গাইল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ থেকে বক্তব্য রাখেন-জেলা প্রশাসক মাহবুব হোসন, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম প্রমুখ।



এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনিরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মখলেসুর রহমানসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধি ও সরকারি ভাতা সুবিধাপ্রাপ্ত জনগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।