ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ৩৩ কোটি টাকা ব্যয়ে ৩ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
সিলেটে ৩৩ কোটি টাকা ব্যয়ে ৩ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন সিলেটে ৩৩ কোটি টাকা ব্যয়ে ৩ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপরের পর বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত- ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট সিটি করপোরেশনের আওতায় ৩৩ কোটি টাকা ব্যয়ে তিনটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রকল্পগুলো হলো- হুমায়ুন রশীদ চত্বর থেকে শিববাড়ী হয়ে বন্দরঘাট পর্যন্ত আরসিসি ইউ টাইপ ও বক্স ড্রেন নির্মাণ, ক্বীন ব্রিজ থেকে মুক্তিযোদ্ধা চত্বর হয়ে হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত রাস্তা ৪ লেনে উন্নীতকরণ এবং ক্বীন ব্রিজ থেকে ঝালোপাড়া হয়ে কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত রাস্তা ২ লেনে উন্নীতকরণ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী।

এ সময় তিনি বলেন, ভৌগলিক কারণে দক্ষিণ সুরমা সিলেটের একটি গুরুত্বপূর্ণ এলাকা। সুতরাং এ এলাকার উন্নয়নে বিশেষ নজর থাকা প্রয়োজন। নতুন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এ এলাকার সড়কগুলো আরও প্রশস্ত হবে। পাশাপাশি সৌন্দর্যবর্ধনও হবে। এতে পুরো সিলেটবাসী উপকৃত হবেন।

আগামী এক বছরের মধ্যেই এসব কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, বিশ্বব্যাংক সমর্থিত এমজিএসপি প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলছে। বিশ্বব্যাংক চারলেন, দুইলেন প্রকল্প এবং দক্ষিণ সুরমার বাবুছড়া প্রকল্পের জন্য ফিজিবিলিটি স্টাডি শেষে প্রায় ৪০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ তিনটি প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ সুরমা এলাকার অবকাঠামোগত চেহারা পাল্টে যাবে।

২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকসের পরিচালনায় ভিস্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও সাবেক রাষ্ট্রদূত ড. এ কে মোমেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিসিবি’র পরিচালক ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বিজিত চৌধুরী, সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিটি কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ, সিটি করপোরেশনের সচিব বদরুল হক, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও শামসুল হক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এনইউ/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।