ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে ফেনসিডিলসহ নারী মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
নবাবগঞ্জে ফেনসিডিলসহ নারী মাদক বিক্রেতা আটক নবাবগঞ্জে ফেনসিডিলসহ নারী মাদক বিক্রেতা আটক

নবাবগঞ্জ, ঢাকা: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দেড়শো বোতল ফেনসিডিলসহ রোজিনা (৪৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা সদরের কায়কোবাদ চত্বর মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে থেকে তাকে আটক করা হয়।

রোজিনা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মহন মোল্লার স্ত্রী।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহার বাংলানিউজকে জানান, রোজিনা দোহার উপজেলার মৈনটঘাট থেকে একটি যাত্রীবাহী বাসে করে কায়কোবাদ চত্বরের মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে এসে নামেন। এসময় পুলিশের সন্দেহ হলে রোজিনার সঙ্গে থাকা দু’টি ব্যাগে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোজিনা জানান, তিনি ফেনসিডিলগুলো কুষ্টিয়া থেকে গুলিস্থান নিয়ে যাচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।