ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় পাথর শ্রমিক নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
রৌমারীতে সড়ক দুর্ঘটনায় পাথর শ্রমিক নিহত

রৌমারী ( কুড়িগাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (১৭) নামে এক পাথর শ্রমিক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলা সদর ইউনিয়নের সীমান্তের নতুনবন্দর স্থলবন্দরের কাছে ফুলবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল উপজেলার বন্দরের ইউনিয়নের জন্দিরকান্দা গ্রামের সওদাগর আলীর ছেলে।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ট্রাক্টরে করে নতুনবন্দর স্থলবন্দরে পাথর আনতে যাচ্ছিল শফিকুল। পথে ফুলবাড়ি এলাকার কাইয়ুম মুন্সীর বাড়ির কাছে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় শফিকুল।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে বন্দরে পাথর বোঝাই ও নামানোর কাজ করতো।

রৌমারী থানার পুলিশ পরিদর্শক এবিএম সাজেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনাটি আমার জানা নাই।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।