ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অতীশ দীপংকর পদক পেলেন ৭ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
অতীশ দীপংকর পদক পেলেন ৭ জন অনুষ্ঠানে অতিথিরা/ ছবি: বাংলানিউজ

ঢাকা: সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সাতজনকে অতীশ দীপংকর স্বর্ণ পদক দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সবুজবাগে ধর্মজাজক বৌদ্ধ মহাবিহারে অতীশ দীপংকর শান্তি স্বর্ণপদক এবং বিশুদ্ধানন্দ শান্তি স্বর্ণপদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত অনুষ্ঠানে পদক তুলে দেন ডেপুটি স্পিকার।

সংগঠনটি শান্তি প্রতিষ্ঠায় অবদানস্বরূপ দেশ ও বিদেশের বিশিষ্টজনদের এ স্বর্ণপদক দেয়।

ফজলে রাব্বী মিয়া বলেন, বৌদ্ধ ধর্ম পরম সহিষ্ণু ধর্ম। অহিংস ও জীবসেবাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। পৃথিবীতে যতো মহামানব এসেছেন তারা শান্তির বার্তা নিয়ে এসেছেন। গৌতম বুদ্ধ তাদেরই একজন।  
 
এ বছর মোট সাতজনকে অতীশ দীপংকর শান্তি স্বর্ণপদক ও দু’জনকে বিশুদ্ধানন্দ শান্তি স্বর্ণপদক দিয়েছে সংগঠনটি।
 
অতীশ দীপংকর স্বর্ণপদক পদকপ্রাপ্তরা হলেন- ভাজরা মাস্টার জিংক জুয়ানলি (চীন), প্রাথেম পারিয়াত মুনি (থাইল্যান্ড), প্রফেসর কোটাপিটি রাহুলা (শ্রীলংকা), ঝাং লিয়ানঝেন ( চীন), লি যুক টিম (হংকং), সাদিয়া মুনা তাসনিম (থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত), নুহ-উল আলম লেনিন (বাংলাদেশ)।
 
বিশুদ্ধানন্দ শান্তি স্বর্ণপদক প্রাপ্তরা হলেন- প্রাপাভাদি সামেরভঙ্গস (থাইল্যান্ড) ও এম এ তাহের (বাংলাদেশ)।

এ সময় আরও ছিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।
 
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এসএম/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।