বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে ঘটনাটি ঘটে।
পরীক্ষা-নিরীক্ষার জন্য শিশুটিকে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পরিবার।
শিশুটির পরিবার জানায়, তারা মিরপুর-১১ নম্বর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকে। প্রতিবেশী আবদুল কুদ্দুস (৭০) নামে এক বৃদ্ধ শিশুটিকে খাওয়ানোর লোভ দেখিয়ে রাস্তা থেকে এলাকার একটি ভবনের ছাদে নিয়ে যায়। পরে শিশুটিকে যৌন নিপীড়ন করে।
পরিবার আরো জানায়, শিশুটির দাদী তাদের পাশেই থাকে। দাদীর বাসায় যাওয়ার পথে শিশুটিকে রাস্তায় একা পেয়ে আবদুল কুদ্দুস তাকে খাওয়ানোর লোভ দেখিয়ে একটি ভবনের ২য় তলার ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, শিশুটি যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে আমরা জানতে পেয়েছি। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য স্বজনরা ঢামেক হাসপাতালে নিয়ে গেছেন।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজেডএস/জেডএস