ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পল্লবীতে ৭ বছরের শিশু যৌন নিপীড়নের শিকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
পল্লবীতে ৭ বছরের শিশু যৌন নিপীড়নের শিকার

ঢাকা: রাজধানীর পল্লবীতে ৭ বছরে শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে ঘটনাটি ঘটে।

পরীক্ষা-নিরীক্ষার জন্য শিশুটিকে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ‍নিয়ে আসে পরিবার।

শিশুটির পরিবার জানায়, তারা মিরপুর-১১ নম্বর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকে। প্রতিবেশী আবদুল কুদ্দুস (৭০) নামে এক বৃদ্ধ শিশুটিকে খাওয়ানোর লোভ দেখিয়ে রাস্তা থেকে এলাকার একটি ভবনের ছাদে নিয়ে যায়। পরে শিশুটিকে যৌন নিপীড়ন করে।

পরিবার আরো জানায়, শিশুটির দাদী তাদের পাশেই থাকে। দাদীর বাসায় যাওয়ার পথে শিশুটিকে রাস্তায় একা পেয়ে আবদুল কুদ্দুস তাকে খাওয়ানোর লোভ দেখিয়ে একটি ভবনের ২য় তলার ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, শিশুটি যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে আমরা জানতে পেয়েছি। শিশুটিকে  মেডিকেল পরীক্ষার জন্য স্বজনরা ঢামেক হাসপাতালে নিয়ে গেছেন।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।