শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার নূর ভিলার ২য়তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত শারমিন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং শিক্ষার্থী ছিলেন।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. রাজিব মিয়া জানান, ‘সংবাদ পেয়ে ঝুলন্ত অবস্থায় শারমিনের মরদেহ উদ্ধার করি। রাত ১১টার দিকে ময়না তদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে’।
তিনি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। পারিবারিক কলহ বা অন্য কোনো কারণে শারমিন গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে থাকতে পারেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এজেডএস/এএসআর