উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর বৃহস্পতিবার (২০ এপ্রিল) ও শুক্রবার (২১ এপ্রিল) এ বীজ ও সার বিতরণ করে।
দু’দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
লামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা মো. নূরে আলম জানান, উপজেলার প্রায় আড়াইশ’ কৃষককে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি করে ইউরিয়া সার, ১০ কেজি করে এমওপি সার ও ১০ কেজি করে ডিএপি সার বিনামূল্যে দেওয়া হয়। আরও পঞ্চাশ জন কৃষকের মাঝে বিভিন্ন কৃষি সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এএসআর