এরপর বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জানানো হবে রাষ্ট্রীয় সম্মাননা। কিন্তু বৃষ্টির কারণে বিঘ্নিত হতে পারে এই আনুষ্ঠানিকতা।
পারিবারিক সূত্র বলছে, বৃষ্টি অব্যাহত থাকলে আরমানিটোলা মাঠ নয়, একই সময়ে জানাজা হবে আরমানিটোলা জামে মসজিদে। অন্যদিকে, এই কিংবদন্তির মরদেহ নেওয়া হবে না শহীদ মিনারে। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা হবে। এরপর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে লাশ।
শনিবার (২২ এপ্রিল) সকাল পৌনে ৯টায় লাকীর ঘনিষ্ঠ আত্মীয় এরশাদুল হক টিংকু বাংলানিউজকে এসব তথ্য জানান।
আগের দিন সন্ধ্যা ৬টার দিকে আরমানিটোলার বাসায় শেষ নিঃশ্বাস ত্প্রিযাগ করেন প্রিয় শিল্পী লাকী আখন্দ। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। তার চিকিৎসায় পাশে দাঁড়িয়েছিলো দেশের মানুষ ও রাষ্ট্র।
বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এসও/এসএইচ