ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে জঙ্গি আস্তানায় ‘সাউথ প’ অভিযান শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
ঝিনাইদহে জঙ্গি আস্তানায় ‘সাউথ প’ অভিযান শুরু অভিযান ‘সাউথ প’- ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহের পোড়াহাটি গ্রামের জঙ্গি আস্তানা দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অভিযানের নাম দিয়েছে (South Paw) ‘সাউথ প’।

শনিবার (২২ এপ্রিল) সকাল সোয়া ৯টায় দ্বিতীয় দিনের অভিযান শুরু হয়েছে।

ওই বাড়ির টিনের বেড়া ভেঙে ভেতরে গেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে জানান, ওই বাড়িতে বিপুল অস্ত্র ও বিস্ফোরক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সকালে ঢাকা থেকে বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছেছে।

এদিকে, সকাল থেকে মাইকিং করে এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। কাউন্টার টেরোরিজম এর দু’টি ইউনিট, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ওই এলাকা ঘিরে রেখেছে।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।